দুষ্কৃতিকারীদের ছোঁড়া ককটেল হামলায় পুলিশের এএসআই আহত

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে। মো. নুর ইসলাম নামে আহত ওই এএসআইকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. নুর ইসলাম আহত হন। ঘটনার পর আহত এএসআইকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এসব দুষ্কৃতিকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করুন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button