রাজধানীতে স্কুলভবন সিলগালা করল রাজউক

ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ভবন সিলগালা করে দিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
তিনি জানান, আগে থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। ভূমিকম্পে ভবনটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজউকের পরিদর্শন টিম ভবনটি সিলগালা করে দেয়।
শুক্রবার সকালে ঢাকা সহ আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার অদূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়।
এদিকে, শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজউক জানায়, ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়।
অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। উক্ত ভবনটি রাজউক কর্তৃক পূর্বেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক কর্তৃক ভবনটি তাৎক্ষণিক সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও গুলশানে একটি ১০ তালা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়।
এছাড়াও রাজধানীর টিকাটুলী, ওয়ারী মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের ডিইএ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল ২২ নভেম্বর সোমবার সকাল ১০ টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ আরমানিটোলায় রেলিং ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সহ অন্যান্য ভবনসমূহ পরিদর্শন করবেন।



