একদিনে ৭১টি ট্রেনে অভিযান, জরিমানা আদায় হয়েছে ৪ লাখ

একদিনে ৭১টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রীকে শনাক্ত করে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় মোট জরিমানা আদায় হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা।

আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, রবিবার ২৩ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রী শনাক্ত করা হয়।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া সেদিন মোট ২ হাজার ৯০৮টি টিকিট যাচাই করা হয়।

Exit mobile version