পুলিশের সিএনজিতে ডাকাত দলের হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জালাকান্দি এলাকায় যাত্রী ভেবে পুলিশের সিএনজিতে হানা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন। এতে ডাকাতরা পালিয়ে যায়।

রবিবার রাত ৩টায় আড়াইহাজার-বিশন্দদী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজনের হাতে থাকা রামদা ছিনিয়ে নিতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলেও কনস্টেবল মারুফ সামান্য আহত হন।

আড়াই হাজার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী যান ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Exit mobile version