গণযোগাযোগ অধিদপ্তরে সরকারি কর্মকর্তার গোপন বৈঠক, সমালোচনার ঝড়

রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে কিছু সরকারি কর্মকর্তার গোপন বৈঠক নিয়ে তোলপাড় শুরু হয়েছে।মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের একজন সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন মো. আবদুল জলিল। তিনি সাবেক শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পিআরও ছিলেন।

তথ‍্য ভবনের একাধিক সূত্রে জানা গেছে ,বৈঠকে উপস্থিত হওয়া সরকারী কর্মকর্তাদের গাড়ির নম্বরগুলো হলো ঢাকা মেট্রো-ঘ ১৫-৯৫২০, ঢাকা মেট্রো-গ ৩১-৯১০০, ঢাকা মেট্রো- গ ৩৫-৩৪২১। সরকারের প্রভাবশালী একজন সচিবদের নেতৃত্বে বেশকিছু সরকারি কর্মকর্তা তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক করেন।

এমন অভিযোগে রাতেই তথ্য ভবনে যান কয়েকজন সাংবাদিক। তথ্য ভবনের লিফটের আটে নবম তলায় গণযোগাযোগ অধিদপ্তরে গিয়ে দেখা যায়, সম্মেলন কক্ষে গোপন বৈঠক চলছে। কর্মচারীদের করা প্রহরায় রুদ্ধদ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি পরামর্শ করছেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, রাত ৮টা থেকে একজন সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক করছেন। সেখানে যাওয়া যাবে না।

জানা গেছে, অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল-সহ জামায়াতে ইসলামীর অনুসারীরা রাত ৮টা থেকে গোপন বৈঠক শুরু করেন।

ঢাকায় সরকারি তথ্য ভবনে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কী বৈঠক চলছে, এ নিয়ে কৌতূহলী সাংবাদিক ও উৎসুক কয়েকজন নজর রাখছিলেন। তবে মহাপরিচালক আবদুল জলিল সাংবাদিকদের জানান, কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক চলছে। সেখানে দলীয় কোনো বিষয় নেই। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করে আপ্যায়ন শেষে সবাই বেরিয়ে যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button